নেটদুনিয়ার থোড়-বড়ি-খাড়া

কোভিডের সময় থেকেই সম্ভবত এই ভিডিওকারীদের আবির্ভাব। কোভিডের আগে এইসব ভিডিও খুব বেশি দেখেছি বলে মনে পড়ে না। মহামারির কারণে বহু মানুষ কর্মচ্যুত হয়েছে, ব্যবসা বাণিজ্য ক্ষতিগ্রস্ত হয়েছে। বোঝা যাচ্ছে, যেসব মেয়েরা এতদিন শুধুমাত্র গৃহশ্রম দান করত, ঘরের বাইরে বেরিয়ে এতদিন কোনো জীবিকা গ্রহণ করেনি, তারা আজ ঘরে থেকেই রোজগারের উপায় করে নিয়েছে, সংসারের হাল ধরতে বেপরোয়া হয়ে উঠেছে।

by অপর্ণা বন্দ্যোপাধ্যায় | 11 June, 2023 | 354 | Tags : net world women after covid